ট্র্যাফিক পুলিশের তরফে মহিলাকে ব্যাগ ফিরিয়ে দেওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।
অসাবধানে পড়ে গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ। হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে। শেষে ত্রাতা হলেন ট্র্যাফিক পুলিশ। মহিলাকে টাকা ভর্তি ব্যাগই ফিরিয়ে দিলেন তিনি।
বর্ধমানের ২ নম্বর শাঁখারি পুকুর এলাকার ঘটনা। বেসরকারি নার্সিংহোমে কর্মরত আন্না অধিকারীর টাকা ভর্তি ব্যাগ খোয়া যায়। শুক্রবার দুপুরে কার্জনগেট দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাগে প্রায় তিন হাজার টাকা ছিল।
সেই সময় অসাবধানতাবশত ব্যাগটি হাত পড়ে যায় আন্নাদেবীর। তা বুঝতে পেরেই হন্যে হয়ে ব্যাগ খুঁজতে শুরু করেন তিনি। কার্জনগেটের এক মহিলা ট্র্যাফিক পুলিশকে জানান বিষয়টি। তার পরই ট্র্যাফিক পুলিশের তরফে ব্যাগটি টাকা সমেত তাঁর হাতে তুলে দেওয়া হয়।
ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, নুরুল হাসান মল্লিক নামের তাদের এক কর্মী ব্যাগটি পড়ে থাকতে দেখেন রাস্তায়। দেখেন, এক জন রিকশাচালক ব্যাগটি কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর কাছ থেকে ব্যাগটি নিয়ে ট্র্যাফিক পুলিশের দফতরে জমা দেন। ওই মহিলা খোঁজ করতে এলে, প্রমাণপত্র মিলিয়ে তাঁর হাতে সেটি তুলে দেওয়া হয়।