বোঝাবেন কর্মীরা, দাবি লকেটের

দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া, ‘‘এনআরসি বা নতুন নাগরিকত্ব আইন নিয়ে যে বিজেপি-ই ভুল বোঝানোর চেষ্টা করছে, তা মানুষ জানেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০০:৫৯
Share:

লকেট চট্টোপাধ্যায়

নতুন নাগরিকত্ব বিল নিয়ে নিয়ে রাজ্যের শাসক দল মানুষকে ভুল বোঝাচ্ছে, অভিযোগ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এখন থেকে বাড়ি-বাড়ি গিয়ে মহিলা মোর্চার কর্মীরা মানুষকে এই আইন সম্পর্কে বোঝাবেন বলেও জানান তিনি। লকেট দাবি করেন, ‘‘নতুন নাগরিকত্ব আইন এ দেশের নাগরিকদের জন্য নয়। তাই কারও চিন্তার কোনও কারণ নেই। সে কথাই সব সম্প্রদায়ের মানুষকে বোঝানো হবে।’’ বৃহস্পতিবার দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে এক সভাগৃহে বিজেপির আসানসোল জেলার মহিলা মোর্চার কর্মীদের নিয়ে নতুন নাগরিকত্ব বিল বিষয়ে কর্মশালার আয়োজন হয়। লকেটের অভিযোগ, ‘‘রাজ্য জুড়ে যে ভাবে তৃণমূল ষড়যন্ত্র করে মানুষকে ভুল বোঝাচ্ছে, তা দুশ্চিন্তার।’’ এনআরসি নিয়েও ভুল বোঝানো হচ্ছে দাবি করে তিনি জানান, তাঁদের কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে মানুষকে আসল তথ্য জানাবেন। এ দিন থেকে তা পশ্চিম বর্ধমানে শুরু হল। লকেটের আরও দাবি, এ রাজ্যে পেশিশক্তি দিয়ে ভোট করায় শাসকদল।

Advertisement

দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া, ‘‘এনআরসি বা নতুন নাগরিকত্ব আইন নিয়ে যে বিজেপি-ই ভুল বোঝানোর চেষ্টা করছে, তা মানুষ জানেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement