তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। -নিজস্ব ছবি।
সপ্তম দফা নির্বাচনের আগে তৃণমূলের বাইক মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল। অভিযোগ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। যদিও মৌখিক ভাবে অভিযোগে সরব হলেও কোনও লিখিত অভিযোগ তিনি করেননি। পাশাপাশি পুলিশও লাঠিচার্জের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছে, কোভিড পরিস্থিতির কথা বিচার করেই কোনও জমায়েত করতে দেয়নি তারা।
শুক্রবার সন্ধ্যায় প্রার্থী সায়নীর সমর্থনে তৃণমূলের বাইক মিছিল বেরিয়েছিল। বার্নপুর প্রান্তিক ক্লাবের কাছে বাইক মিছিল পৌঁছলেই পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে সায়নীর অভিযোগ। এতে তাঁদের কয়েকজন কর্মীও গুরুতর জখন হন বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, লাঠিচার্জের অভিযোগ একেবারেই সত্য নয়। অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখেই সংক্রমণ রুখতে জমায়েত বন্ধ করেছে তারা।