West Bengal Panchayat Election 2023

পঞ্চায়েতে অশান্তি রানিগঞ্জেও, সিপিএমের জেলা পরিষদের প্রার্থীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লকের জেমারি পঞ্চায়েতে চলল গুলি। সিপিএমের জেলা পরিষদের প্রার্থী সাগর বন্দ্যোপাধ্যায়ে বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৮:৩৩
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটে অশান্তি, রক্তপাত থেকে রেহাই পেল না শিল্পাঞ্চলও। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লকের জেমারি পঞ্চায়েতে চলল গুলি। সিপিএমের জেলা পরিষদের প্রার্থী সাগর বন্দ্যোপাধ্যায়ে বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি। সেই ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় সিপিএম-তৃণমূল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, চলবলপুর গ্রামে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে সিপিএম। পাল্টা প্রতিরোধ গড়ে ছোড়া হয় ইট-পাটকেল। ভাঙচুর করা হয় বুথের জিনিসপত্র। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। দুই সিপিএম কর্মীর মাথাও ফাটে। পরে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে। সংঘর্ষের জেরে বেশ কিছু ক্ষণ বন্ধ ছিল ভোটদান পর্ব। পুলিশই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভোটদান শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement