গেটে কর্মসূচি। নিজস্ব চিত্র
ডিভিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের (ডিটিপিএস) আধুনিকীকরণ ও নতুন ইউনিট তৈরির দাবিতে বুধবার আইএনটিটিইউসি প্ল্যান্টের গেটে অবস্থান কর্মসূচি পালন করল। ডিটিপিএস বন্ধের চক্রান্ত চলছে বলেও অভিযোগ তোলা হয়।
ডিটিপিএস-এর তিনটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছে ২০১৬-র মধ্যে। একমাত্র চালু ছিল চতুর্থ ইউনিটটি। ২০১৯-র এপ্রিল-মে মাসে ইউনিটটির রক্ষণাবেক্ষণ করা হয়। জুন মাসে শুরু হয় উৎপাদন। কিন্তু মাঝেমধ্যেই তা খারাপ হতে থাকে। উৎপাদন অনিয়মিত হয়ে যায়। মাস ছয়েক ধরে আর উৎপাদন হয়নি। শ্রমিকদের অভিয়োগ, পরিবেশ সংক্রান্ত বিধি মানার ব্যবস্থা করার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার মুখে। তাই তাঁদের সংশয়, পাকাপাকি ভাবে হয়তো ইউনিটটি বন্ধ করে দেওয়া হবে।
ডিটিপিএস বাঁচানোর ডাক দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করেছে। এ দিনের আন্দোলনের নেতৃত্বে থাকা ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরূপ দত্ত বলেন, ‘‘দীর্ঘদিন ডিটিপিএস-এর আধুনিকীকরণের দাবি জানাচ্ছেন শ্রমিকেরা। তা ছাড়া, নতুন ইউনিট গড়ার দাবিও রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। ডিটিপিএস বন্ধ হলে চরম সমস্যায় পড়বেন প্রায় চারশো স্থায়ী এবং ন’শো অস্থায়ী ও ঠিকা কর্মী।’’ ডিটিপিএস-এর এক আধিকারিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।