Pond

কচুরিপানা ভর্তি পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই যুবক

শনিবার বিকেলে দুর্গাপুরের ডিএসপি কারখানার রিজার্ভারের বাঁধে তাঁরা স্নান করতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৮:৫৬
Share:

চলছে উদ্ধারকাজ। —নিজস্ব চিত্র।

কচুরিপানা ভর্তি পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই যুবক। নিখোঁজ যুবকের নাম ভীরু চৌধুরী ও সুরুজ চৌধুরী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া এলাকায়। শনিবার বিকেলে দুর্গাপুরের ডিএসপি কারখানার রিজার্ভারের বাঁধে তাঁরা স্নান করতে যান।

Advertisement

কিছু ক্ষণ পর তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা দেখেন, তাঁদের মোবাইল ফোন, জামা ও মোটরসাইকেলটি থাকলেও, খোঁজ নেই দুই যুবকের। তাঁরাই পরিবারের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশেও।

তার পর পুরো দমে তল্লাশি শুরু হয়। পুকুরটি কচুরিপানা ভর্তি হওয়ায় উদ্ধারকাজে সমস্যা দেখা দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছন বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে এখনও পর্যন্ত কোনও দেহ উদ্ধার হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement