East Burdwan

চালকলের পাঁচিল চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু, জখম আরও ৪

বৃহস্পতিবার রাত্রে ওই চালকলে বস্তায় চাল ভরার কাজ চলছিল। সেই সময় মিলের একটি দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়ে যান ৬ জন শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২১:০৮
Share:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ২ শ্রমিকের। নিজস্ব চিত্র।

চালকলে কাজ করার সময় পাঁচিল চাপা পড়ে এক শ্রমিকে মৃত্যু হল। ঘটনায় আরও ৪ শ্রমিক আহত হয়েছেন। পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা। আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাত্রে ওই চালকলে বস্তায় চাল ভরার কাজ চলছিল। সেই সময় মিলের একটি দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়ে যান ৬ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সবাইকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেমারি থেকে বর্ধমান যাওয়ার পথে বাদল দাস (৪৭) ও কিশোর হাজরার (৩১) মৃত্যু হয়। ২ জনের বাড়ি মেমারির মণ্ডলগ্রামে।

কিশোরে শ্যালক জয়ন্ত হাজরা জানিয়েছেন, রাইসমিলের ভেঙে পড়া ওই দেওয়ালটি আগে থেকেই দুর্বল ছিল। দেওয়ালে ফাটলও দেখা দিয়েছিল। তারপর বৃহস্পতিবার চালের বস্তার ভারে সেটি ভেঙে পড়ে। কিশোরের একটি ছেলে ও মেয়ে রয়েছে। এখন তাঁর সংসার চলবে কী করে? তাই এই মৃত্যুর জন্য তাঁরা ক্ষতিপূর্ণ দাবি করেছেন। বাদলের আত্মীয় তরুণ দাসও ক্ষতিপূরণ দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement