দুই বাড়ি থেকে উড়ে যাচ্ছে ইট। নিজস্ব চিত্র
দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিবাদ গড়াল সংঘর্ষে। একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়াছুড়ি চলল বেশ কিছুক্ষণ। মঙ্গলবার আসানসোলের জামুড়িয়ার বেনালি গ্রামের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
একটি বাড়ি লক্ষ্য করে পাশের বাড়ি থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ইট। আবার উল্টোটাও হচ্ছে। মঙ্গলবার এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন আসানসোলের জামুড়িয়ার বেনালি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার বেনালি গ্রামের বাসিন্দা গফুর উদ্দিন এবং সৈয়দ আক্কাসের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছে। তা নিয়ে মামলাও হয়েছে। মঙ্গলবার দু’পক্ষের বিবাদ চরমে ওঠে। তার জেরে একে অন্যের বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন দুই পরিবারের সদস্যরাই। ঘটনাস্থলে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।
গফুরের অভিযোগ, ‘‘জায়গা না থাকা সত্ত্বেও ওরা আমাদের দিকে জানালা করেছে। তা নিয়ে মামলা চলছে। ১৪৪ ধারা বলবৎ রয়েছে ওই জায়গায়। তা সত্ত্বেও ওরা কাজ শুরু করেছিল আজ। বাধা দেওয়া হয়ে ওরা দুষ্কৃতীদের দিয়ে উট ছোড়ে।’’অন্য দিকে সৈয়দ আক্কাসের পরিবারের সদস্য রাজিয়া বিবির পাল্টা অভিযোগ, ‘‘আমাদের বাড়ি প্লাস্টার করার জন্য মিস্ত্রি কাজ করতে গেলে তাঁদের মারধর করা হয়। বাড়িতে ইটও ছোড়া হয়। আমরা আশঙ্কায় রয়েছি।’’ ইটবৃষ্টির জেরে দু’তরফেরই কয়েক জন জখম বলে জানা গিয়েছে।