Death

পূর্ব বর্ধমানে ফের পথ দুর্ঘটনায় নিহত ২, দু’সপ্তাহে ১৫ জনের মুত্যু জেলায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ২৩:১২
Share:

বাসের ধাক্কায় নিহত ২ বাইক আরোহী। নিজস্ব চিত্র।

Advertisement

পথ দুর্ঘটনা যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানে। মঙ্গলবারও দু’টি পৃথক দুর্ঘটনায় আউশগ্রামে নিহত হলেন দু’জন। এই নিয়ে গত দু’সপ্তাহে জেলা জুড়ে মোট ১৫ জন প্রাণ হারালেন দুর্ঘটনায়।

মঙ্গলবার প্রথম দুর্ঘটনাটি ঘটে আউশগ্রামের অভিরামপুরে। বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ বাইক আরোহীর। বাইকে চড়ে কীটনাশক কিনতে বেরিয়েছিলেন আউশগ্রামের ভাল্কি গ্রামের দুই কৃষক দিলীপ বাউড়ি এবং অতুল মণ্ডল। তাঁরা অভিরামপুর পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে গুসকরা-মানকর সড়কে উঠতেই একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাসটিকে আটক করেছে পুলিশ।

Advertisement

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ভাতারে। নর্জার কাছে বাদশাহি রোডের উপর পাথরবোঝাই একটি ডাম্পার উল্টে জখম হন চালক এবং খালাসি। নতুনহাট থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ডাম্পারটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। চালক এবং খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় তাঁদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশর অনুমান, ডাম্পারের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। দু’ সপ্তাহের মধ্যে ১৫ জন প্রাণ হারিয়েছেন দুর্ঘটনার জেরে, এমনটাই জানা গিয়েছে ট্রাফিক পুলিশ সূত্রে। প্রশাসনের দাবি, সচেতনতা বাড়াতে প্রচার চালানো হলেও, চালকদের একাংশ তার পরোয়া করছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement