ভাতারে গ্রেফতার ২ বাজি ব্যবসায়ী। নিজস্ব চিত্র।
পূর্ব বর্ধমান জুড়ে বিভিন্ন থানা এলাকায় বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। দিন কয়েক আগে আগে রায়না-খণ্ডঘোষ এলাকায় প্রায় ১০০ কেজি বাজি উদ্ধার হয়। গ্রেফতার হন ৫ ব্যবসায়ী। এ বার ভাতার থানায় অভিযান চালিয়ে দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ অভিযানে বেরিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃতদের নাম রাম ঘোষ ও বাপি মণ্ডল। রাম ভাতারের আমারুণ এবং বাপি এওরা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১৮ কেজি বাজি উদ্ধার হয়েছে। এর মধ্যে চকলেট বোমাও রয়েছে। ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে।
কলকাতা হাইকোর্ট বাজি বিক্রি নিষিদ্ধ করার পর পুলিশের পক্ষ থেকে বার বার সতর্ক করা হয় ব্যবসায়ীদের। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লাগাতার সেই নির্দেশ অমান্য করে গোপনে বাজি মজুত এবং বিক্রি করছেন। পুলিশও একের পর এর অভিযান চালিয়ে যাচ্ছে বাজি বিক্রি রুখতে।