Asansol

Dacoity: ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ঢুকে পিস্তল উঁচিয়ে ডাকাতি, সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য

সোমবার রাত ৯টা। জামুড়িয়ার দামোদরপুর গ্রামে ব্যাঙ্কের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে মাস্ক পরে ঢোকে দুই যুবক। তারাই ডাকাতি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৪:০২
Share:

ডাকাতির সময়ের ছবি। নিজস্ব চিত্র।

ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে দৈনন্দিন কাজ চলছে। আচমকা সেখানে ঢুকে পড়ল দুই বন্দুকধারী। গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীদের আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করল টাকা। তার পর চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার এই ঘটনা ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতির সেই হাড়হিম করা দৃশ্য।সোমবার তখন রাত ৯টা। জামুড়িয়ার দামোদরপুর গ্রামে ব্যাঙ্কের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে চলছিল দৈনন্দিন কাজ। আচমকাই সেখানে মাস্ক পরা অবস্থায় ঢোকে দুই যুবক। প্রথমে পরিষেবা কেন্দ্রের কর্মীরা ভেবেছিলেন তারাও গ্রাহক। কিন্তু সেখানে ঢুকেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে আনে ওই দুই যুবক। সেই সময় ওই পরিষেবা কেন্দ্রে বলে থাকা এক ব্যক্তি বেরনোর চেষ্টা করেন। কিন্তু তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বসে থাকতে বাধ্য করে ওই দুই দুষ্কৃতী। এর পর কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার কয়েকটি বান্ডিল নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

Advertisement

ঘটনার তদন্তে নেমেছে জামু়ডিয়া থানার পুলিশ। এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়ে যাবে। চারদিকে নাকাবন্দি করে তল্লাশি চালানো হচ্ছে।’’ সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement