গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ শিশুর। পুলিশ জানায়, রবিবার বিকেলে মন্তেশ্বরের বসন্তপুরের বাসিন্দা সৈফুন্নিসা খাতুন (৪) তার দিদিমার সঙ্গে বর্ধমান-কাটোয়া রোড ধরে যাচ্ছিল। পালিতপুরের কাছে একটি গাড়ি সৈফুন্নিসাকে চাপা দিয়ে চম্পট দেয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই দিন বিকেলেই নদিয়ার কালিগঞ্জের কানুয়া গ্রামের বাসিন্দা আনারুল শেখ (৫) তার বাড়ির কয়েকজনের সঙ্গে কাটোয়া-দেবগ্রাম রোড ধরে যাচ্ছিল। আচমকা একটি গাড়ি আনারুলকে ধাক্কা মেরে চম্পট দেয়। হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তারও।