দেওয়াল লিখন বা ফ্লেক্স নষ্ট করা থেকে সভার পথে রাস্তা আটকানো, নানা ঘটনায় অশান্তি ছড়াল কাঁকসা থেকে জামুড়িয়ায়।
তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল নষ্ট করে দেওয়া এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাঁকসার নানা জায়গায়। বৃহস্পতিবার সকালে কাঁকসার বাঁশকোপায় তৃণমূল কর্মী-সমর্থকেরা দেখেন দুর্গাপুর পূর্বের দলীয় প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লেখা দেওয়ালে কাদা লেপে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে বিদায়ী তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ‘নো নিখিল নো ভোট’ পোস্টার পড়েছিল কিছু দিন আগে। এ দিনই আবার পানাগড় গ্রাম ডাঙাপাড়ায় গলসি কেন্দ্রের প্রার্থী অলোক মাঝির সমর্থনে টাঙানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই কেন্দ্রেও বিদায়ী বিধায়ক তথা স্থানীয় বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডলের জায়গায় খণ্ডঘোষের অলোক মাঝিকে প্রার্থী করায় দলের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। যদিও স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘সিপিএম অশান্তি ছড়াতে চক্রান্ত করছে।’’ সিপিএমের পাল্টা দাবি, দলে অন্তর্দ্বন্দ্বের জেরে তৃণমূলের লোকজনই এ সব করেছে।
জামুড়িয়ায় আবার এক বিজেপি কর্মী ও তাঁর বাড়ির লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার খাসকেন্দায় ৬ নম্বর নুনিয়াপাড়ার ঘটনা। এ দিনই জামুড়িয়ার নন্ডি গ্রামে বিজেপি প্রার্থী সন্তোষ সিংহের রাস্তা আটকানোর অভিযোগ নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে মারপিট হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাসকেন্দায় বুধবার বিপিন নুনিয়া নামে এক বিজেপি কর্মী প্রার্থীর নামে দেওয়াল লেখার জন্য নিজের বাড়ির দেওয়ালে চুন দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে পাশের এলাকার কিছু তৃণমূল কর্মী এসে মারধর করে। বিপিনবাবু পুলিশে অভিযোগ করেন। জামুড়িয়ার বিজেপি প্রার্থী সন্তোষবাবু অভিযোগ করেন, বৃহস্পতিবার পুলিশ ওই ঘটনার তদন্তে গেলে ফের বিপিনবাবু ও তাঁর বাড়ির লোকজনকে নফেরবেধড় মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির লোকজনই তাদের পতাকা ছিঁড়েছে। পুলিশ জানায়, পুরনো বিবাদের জেরে এই গোলমাল।
এ দিন নন্ডি গ্রামে কোটালপাড়ায় সভা করতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী সন্তোষবাবু। অভিযোগ, রুইদাসপাড়ার কাছে তাঁর রাস্তা আটকায় তৃণমূলের লোকজন। কোটালপাড়া থেকে বিজেপির লোকজন সেখানে পৌঁছলে প্রথমে বচসা, তার পরে মারপিট বাধে। তৃণমূল যদিও বাধা দেওয়ার কথা মানেনি।