পর্যটক টানতে লোকনৃত্য

শহরে পর্যটক টানতে এর আগে দেশের নানা প্রান্তে মোটরবাইক র‌্যালি করা হয়েছে। এ বার সেই উদ্যোগে সামিল হল লোকসংস্কৃতির ছোঁয়াও। আগামী ৪ জানুয়ারি থেকে ছ’দিনের পর্যটনের উৎসবের আগে রবিবার কালনা শহরের রাস্তায় পরিবেশিত হল আদিবাসী নৃত্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:০৪
Share:

পর্যটন উৎসবের আগে আদিবাসীদের র‌্যালি। কালনায় তোলা নিজস্ব চিত্র।

শহরে পর্যটক টানতে এর আগে দেশের নানা প্রান্তে মোটরবাইক র‌্যালি করা হয়েছে। এ বার সেই উদ্যোগে সামিল হল লোকসংস্কৃতির ছোঁয়াও। আগামী ৪ জানুয়ারি থেকে ছ’দিনের পর্যটনের উৎসবের আগে রবিবার কালনা শহরের রাস্তায় পরিবেশিত হল আদিবাসী নৃত্য। তাতে সঙ্গত দিল ধামসা-মাদলের বোল। উদ্যোক্তাদের দাবি, পর্যটকদের টানতেই আয়োজন।

Advertisement

এ দিন বেলা ন’টা নাগাদ কালনা ১ ও ২ ব্লকের ২৫টি আদিবাসী নৃত্য দলের প্রায় পাঁচশো শিল্পী তেঁতুলতলা মোড়ে জড়ো হন। বেলা ১০টা নাগাদ শহরের রাস্তায় শুরু হয় নৃত্য। পুরনো বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ি চত্বর পর্যন্ত এমন র‌্যালি চলে। শিল্পীদের অভিবাদন জানাতে ততক্ষণে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষও। এর পরে রাজবাড়ি চত্বরে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতাও আয়োজিত হয়। সেখানে নাচের দলগুলি স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন সরকারি প্রকল্প-সহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরে। উদ্যোক্তারা জানান, উৎসব শুরুর আগে ২৪ ডিসেম্বর আঁকা প্রতিযোগিতা ও ৩ জানুয়ারি শিল্পীদের নিয়ে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।

পর্যটন উৎসব কমিটির আহ্বায়ক বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, ‘‘উৎসব চলাকালীন পর্যটকদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকবে। উৎসবে কয়েক জন মন্ত্রীও আসছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement