তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
রাজনৈতিক ব্যস্ততার মাঝে বাংলা নববর্ষে নিজের দোকানে পুজো করলেন তৃণমূলের প্রবীন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শতবর্ষ পার করা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ পুজো করে বছর শুরু করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক।
ব্যস্ত রাজনৈতিক জীবনে নানা কর্মসূচির মধ্যেও দোকানের গণেশ পুজোয় কখনও ছেদ পড়েনি সত্তরের রবীন্দ্রনাথের। পরম্পরা ও প্রথা এবং শাস্ত্রীয় আচার মেনে সকালে বসত বাড়ি থেকে নতুন গণেশের মৃন্ময় মূর্তি নিয়ে কাটোয়া স্টেশন বাজারের দোকানে স্থাপন করে নিজেই পুজো সারেন বিধায়ক। রবীন্দ্রনাথ বলেন, ‘‘এই কাজ আমার বাবা রাধাকান্ত চট্টোপাধ্যায় জীবদ্দশায় করতেন। বাবার অবর্তমানে নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই এই শুভ কাজ করি।’’
দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে পয়লা বৈশাখে এই রুটিন চলে আসছে রবীন্দ্রনাথের। একশো বছর আগে বাবা প্রতিষ্ঠা করেছিলেন পাইকারি এবং খুচরো চা পাতা বিক্রির দোকান। বর্তমানে বিধায়ক রবীন্দ্রনাথ দেখাশোনা করেন। রবিবার পুজো শেষে কিছু ক্ষণ দোকানে বসেই আবার ঢুকে পড়েন রাজনৈতিক কর্মসূচিতে।