TMC

‘নিষ্ক্রিয়’ কর্মীদের ফেরাতে সম্মেলন

তৃণমূল সূত্রের খবর, নতুনদের উপস্থিতিতে পুরনো কর্মীদের সম্মান জানাতে এই কর্মসূচির আয়োজন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০০:২০
Share:

বারাবনিতে সম্মেলন। নিজস্ব চিত্র

‘নিষ্ক্রিয়’ হয়ে পড়া তৃণমূলের কর্মীদের ফিরিয়ে আনতে ‘স্বীকৃতি সম্মেলন’ শুরু হয়েছে জেলার নানা প্রান্তে। রবিবার আসানসোলের বিএনআর মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বারাবনির পাঁচগাছিয়াতেও উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, নতুনদের উপস্থিতিতে পুরনো কর্মীদের সম্মান জানাতে এই কর্মসূচির আয়োজন। দলীয় কর্মীদের উদ্দেশে বিধানবাবু বলেন, ‘‘সবাই এক সঙ্গে চলো, মিলেমিশে চলো— এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। এই আদর্শ মেনেই মানুষের জন্য সকলকে কাজ করতে হবে।’’ মলয়বাবুও সব কর্মীদের কথা শোনেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ দিন পাণ্ডবেশ্বর, অণ্ডাল ও জামুড়িয়াতেও ‘স্বীকৃতি সম্মেলনের’ আয়োজন করা হয়। তৃণমূল সূত্রে খবর, পাণ্ডবেশ্বর এরিয়া আয়োজিত সভায় প্রায় দু’শো জন কর্মীকে সংবর্ধনা জানানো হয়। ছিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামুড়িয়া ১ ব্লক কার্যালয়ে এই সভার নেতৃত্ব দেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ (ক্রীড়া ও সংস্কৃতি) অভিজিৎ ঘটক। এ দিন ৪৭ জনকে সম্মানিত করা হয়।

Advertisement

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন, রানিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক সোহরাব আলি, জেলা পরিষদের সদস্য কালোবরণ মণ্ডলদের নেতৃত্বে অণ্ডাল নর্থবাজারে এই কর্মসূচি হয়েছে। শিবদাসন জানান, আড়াইশো ‘নিষ্ক্রিয়’ কর্মীকে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। কাজে উৎসাহ দিতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন ব্লক নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement