আসানসোলে বিজেপির প্রচারগাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০১ মে ২০২৪ ২৩:৪৫
Share:

—ফাইল চিত্র।

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাবনিতে বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বারাবনি থানায় বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বুধবার সন্ধ্যাবেলা তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো বিজেপির প্রচারগাড়িটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। পুলিশ সূত্রে খবর, পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় দাবি করেন, বারাবনি বিধানসভা এলাকার পাপিষ্ঠা মোড়ে সকালবেলায় কিছু তৃণমূলে দুষ্কৃতী হুমকি দিয়েছিল যে, প্রচারগাড়িটি যেন এলাকায় না ঘোরে! প্রচার বন্ধ না হলে সন্ধ্যার মধ্যে গাড়িটি ভাঙচুর করে দেওয়া হবে বলেও সেই সময় হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। এর পর বারাবনি থানার পুঁচরা এলাকায় গাড়িটি ভাঙচুর করা হয়। গাড়ির চালককেও মারধর করা হয় বলে তাঁদের অভিযোগ।

এ নিয়ে তৃণমূল নেতা তথা আসাসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘‘ভোটের সময় বিজেপি আসে চারিদিক ঘুরে বেড়ায়, ঝামেলা অশান্তি করে প্রচারে আসতে চায়। গাড়ি ভাঙচুরের যে অভিযোগ বিজেপি করছে, তার সঙ্গে তৃণমূলের কেউ কোনও ভাবে জড়িত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement