Drowned to Death in Maithon

মাইথন জলাধারে স্নানে নেমে তলিয়ে গেল তিন ছাত্র, বাড়িতে না জানিয়ে ধানবাদ থেকে এসেছিল ছয় বন্ধু

বুধবার বিকেলে মাইথনের তিন টাওয়ারে স্নান করতে নেমে তলিয়ে যায় ছয় ছাত্রের মধ্যে তিন জন। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ওই জায়গায় ২০ থেকে ৩০ ফুট গভীর জল ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:০৯
Share:

(বাঁ দিকে) কান্নায় ভেঙে পড়েছেন মৃত ছাত্রদের আত্মীয়েরা। মাইথনের জলাধারে আরও এক ছাত্রের খোঁজ চলছে (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

বন্ধুদের সঙ্গে ঝাড়খণ্ড থেকে মাইথন জলাধারে বেড়াতে এসে তলিয়ে গেল তিন স্কুলছাত্র। পরিবারের দাবি, এক ছাত্রের জন্মদিন উদ্‌যাপন করতে এসেছিল বাকি পাঁচ বন্ধু। বুধবার স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে যায়। তিন জনের পরিবারের দাবি, বাড়িতে কিছু না জানিয়ে মাইথনে বেড়াতে এসেছিল তারা। বৃহস্পতিবার দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় ছাত্রের খোঁজ চলছে।

Advertisement

বুধবার দুপুর ৩টে নাগাদ ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বার হয়েছিল ছয় বন্ধু। বিকেল নাগাদ মাইথনে পৌঁছয়। মৃত এক ছাত্রের পরিবারের দাবি, সে পড়াশোনার নোট নিতে যাচ্ছে বলে বাড়ি থেকে বার হয়েছিল। বুধবার বিকেলে মাইথনের তিন টাওয়ারে স্নান করতে নেমে তলিয়ে যায় ছয় ছাত্রের মধ্যে তিন জন। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ওই জায়গায় ২০ থেকে ৩০ ফুট গভীর জল ছিল। ছাত্রেরা স্থানীয় না হওয়ায় তা জানত না। সে কারণে স্নান করতে নেমেছিল। মনে করা হচ্ছে, তাতেই বিপত্তি ঘটেছে।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছয় মাইথন থানার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। পরিবার এবং স্থানীয়েরা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, বৃহস্পতিবার সকালের আগে উদ্ধারে নামেননি কেউ। বুধবার রাতে বার বার অনুরোধ করা হলেও কানে তোলেননি প্রশাসনের আধিকারিকেরা। এই প্রসঙ্গে পুলিশ বা প্রশাসন কোনও মন্তব্য করেনি। তাদের তরফে জানানো হয়েছে, দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি এক জনের খোঁজ চালাচ্ছেন ডুবুরিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement