অসুস্থ স্বাস্থ্যকর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। নিজস্ব চিত্র
করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন ৩ স্বাস্থ্যকর্মী। এমনটা ঘটনা ঘটেছে দুর্গাপুরে। অসুস্থরা আপাতত হাসপাতালে ভর্তি। তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে চলছিল টিকাকরণ। সেখানে টিকা নেওয়ার পর আচমকা অসুস্থ বোধ করতে থাকেন ৩ স্বাস্থ্যকর্মী। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মীদের কাঁপুনি হতে থাকে এবং তাঁদের অ্যালার্জিও দেখা দেয়। তড়িঘড়ি ওই ৩ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এর পর ওই কেন্দ্রের বৃহস্পতিবারের মতো টিকাকরণ বন্ধ রাখা হয়।
আপাতত দুর্গাপুর মহকুমা হাসপাতালেই রয়েছেন ওই ৩ স্বাস্থ্যকর্মী। তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি আশ্বাস, ‘‘ভয়ের কোনও কারণ নেই। ওঁদের টিকা নেওয়ার পর কাঁপুনি হয়েছিল। তাতে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন। অ্যালার্জি থাকার জন্য ত্বকে উপসর্গ দেখা দিয়েছিল। তবে এখন ৩ জনই সুস্থ রয়েছেন। টিকা নেওয়ার পর এই ধরনের ছোটখাটো ব্যাপার হতেই পারে। তবে চিকিৎসকরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন।’’ বৃহস্পতিবার টিকা নেন দুর্গাপুরের বাসিন্দা তথা স্বাস্থ্য কর্মী শুভ্রা বন্দ্যোপাধ্যায়। তাঁর অবশ্য অভিজ্ঞতা, ‘‘ভাল আছি। কোনও অসুবিধা নেই। কোনও শারীরিক সমস্যাও নেই।’’
বৃহস্পতিবার সৃজনী প্রেক্ষাগৃহে টিকা নেন ৩১ জন। এ ছাড়া পিঠাইকিয়ারি, বাহাদুরপুর, রানিগঞ্জ, পানাগড়, আসানসোল, লাউদোহা-সহ মোট ১০টি জায়গায় মোট ৬০০ জনের টিকাকরণ হয় এ দিন। যদিও, ১০টি স্থানে ১০০ জন করে মোট এক হাজার জনের টিকাকরণ এ দিন লক্ষ্য ছিল।