Coronavirus in West Bengal

অক্সিজেনের কালোবাজারির অভিযোগে কালনায় গ্রেফতার ৩, উদ্ধার একাধিক সিলিন্ডার

ধৃতদের ৪ দিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:৪৮
Share:

উদ্ধার হওয়া অক্সিজেন সিলিন্ডার। নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে অক্সিজেনের কালোবাজারি করার অভিযোগে পূর্ব বর্ধমানের কালনা থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এ ছাড়া এক জনকে আটক করা হয়েছে। কালনা এবং মেমারি থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অক্সিজেন সিলিন্ডার।

Advertisement

অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার খবর পেয়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কালনা থানার পুলিশ। কালনা থেকে সমীর হাজরা, কমল ঘোষ ওরফে সূর্য এবং চিন্ময় রায় ওরফে বরুণ নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। ৩ জনের বাড়ি থেকে মোট ৭ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া, পূর্ব বর্ধমানেরই মেমারি থানার পুলিশ পাহাড়হাটি এলাকার একটি গ্যাস গোডাউনে অভিযান চালিয়ে রবিবার উদ্ধার করে মোট ১১টি অক্সিজেন সিলিন্ডার। সেগুলি স্বাস্থ্যদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কালনার বাসিন্দা ৩ ধৃতকে রবিবার কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের ৪ দিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement