Body of Student Recovered at Kalna

‘ওরা আমাকে বাঁচতে দেবে না’! মাকে ফোন করার পরই কালনায় রেললাইন থেকে দেহ উদ্ধার ছাত্রীর, রহস্য

এই ঘটনায় প্রশ্ন উঠছে, পড়া শেষ হওয়ার পর কেন স্টেশনের দিকে গিয়েছিলেন ছাত্রী? কেন হঠাৎ মাকে ফোন করে বললেন, ‘‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’’ ‘ওরা’ বলতে কাদের কথা বলতে চেয়েছিলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১১:৩১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। প্রতীকী ছবি।

মাকে ফোন করার কিছু ক্ষণের মধ্যে রেললাইন থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হল। ছাত্রীর মায়ের দাবি, তাঁকে ফোন করে কন্যা বলেন, ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না!’’ আর তার কিছু ক্ষণের মধ্যেই রেললাইন থেকে দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। সেখানে জিউধারা রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, মৃত ছাত্রীর বাড়ি ধাত্রীগ্রামে। তিনি কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়তেন। প্রতি দিনই মায়ের সঙ্গে কালনায় এক শিক্ষকের কাছে ইংরেজি পড়তে আসতেন। শুক্রবারও পড়তে এসেছিলেন। কিন্তু অন্য দিন যে সময় পড়া শেষ হয়, শুক্রবার তার কিছুটা আগেই শিক্ষকের বাড়ি থেকে বেরিয়ে যান ছাত্রীটি। তার কিছু ক্ষণ পরেই মায়ের কাছে ফোন করেন ছাত্রীটি। তখন তিনি তাঁর মাকে বলেন, ‘‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’’ তার পরই ফোন কেটে যায় বলে দাবি ছাত্রীর মায়ের। তার পর থেকে ফোন করে গেলেও ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এর পরই কালনা থানার দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। একটি নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পেয়েই ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সন্ধ্যা ৭টার কিছু পরে রেলপুলিশের (জিআরপি) কাছ থেকে কালনা থানায় খবর আসে কালনা স্টেশন থেকে কিছুটা দূরে এক কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তার পরই ঘটনাস্থলে যায় পুলিশ এবং ছাত্রীর পরিবার। ছাত্রীটিকে শনাক্ত করা হয়।

Advertisement

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, পড়া শেষ হয়ে যাওয়ার পর কেন কালনা স্টেশনের দিকে গিয়েছিলেন ছাত্রী? কেন হঠাৎ মাকে ফোন করে বললেন, ‘‘ওরা আমাকে বাঁচাতে দেবে না।’’ ‘ওরা’ বলতে কাদের কথা বলতে চেয়েছিলেন তিনি? টিউশন থেকে কেনই বা আধ ঘণ্টা আগে বেরিয়েছিলেন তিনি? পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে শুক্রবার সন্ধ্যায় কালনায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ছাত্রীকে। ওভারব্রিজে উঠে আবার নেমে যান তিনি। মায়ের সঙ্গে প্রতি দিনই পড়তে আসতেন ছাত্রীটি। বাড়ির দিকে না গিয়ে দেড় কিলোমিটার উল্টো দিকের রাস্তায় কেন গিয়েছিলেন, তার উত্তর খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে কালনা স্টেশনে আসেন তিনি। ৬টা ৫২ মিনিটে মাকে ফোন করেন। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, ছাত্রীটিকে খুন করা হয়েছে। ছাত্রীর কাকার দাবি, ‘‘শুক্রবার সন্ধ্যা ৬টায় শিক্ষকের বাড়ি থেকে বেরিয়েছিল ও। তার পরই মাকে ফোন করে বলে, ‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’ কোনও আত্মহত্যা নয়। ওকে খুন করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement