কাছারি রোডে নতুন কার্যালয়ে বৈঠক।—নিজস্ব চিত্র।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে কাটোয়ায় কংগ্রেসের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। শনিবার শহরের বেশ কয়েক জন কংগ্রেস কর্মীর উদ্যোগে কাছারি রোডে মহকুমা গ্রন্থাগারের কাছে দলীয় দফতর খোল হল।
এ দিন সকালে ওই দফতর খোলার সময় জেলার প্রবীণ কংগ্রেস নেতা শেখ বোরশেদ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রধান দীপক মজুমদার, কেতুগ্রামের প্রাক্তন প্রধান টুটুল শেখরা উপস্থিত ছিলেন। তাঁরা কাটোয়া শহরের কংগ্রেস কর্মীদের দিশাহীন অবস্থা কাটিয়ে সামনে তাকানোর আহ্বান জানান। এ দিন নতুন দফতরে তৃণমূল ছেড়ে আসা ওয়াজির হোসেনকে কাটোয়া শহর কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি বলেন, “ঈদের পরে সম্প্রীতি সভার মধ্য দিয়ে আমরা শহরে রাজনৈতিক কার্যকলাপ শুরু করব।” শহরের বাসিন্দা দিলীপ চক্রবর্তী, গৌর বণিক, শুভাশিস সামন্তরা বলেন, “আমরা রবীন্দ্রনাথবাবুর নেতৃত্বে কংগ্রেস করতাম। উনি অন্য দলে চলে যাওয়ায় আমাদের নতুন নেতা নির্বাচন করা হল। এ বার আমাদের মানুষের কাছে যাওয়ার পালা।” কংগ্রেসের এই দফতর খোলা নিয়ে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় শুধু বলেন, “সব রাজনৈতিক দলেরই দফতর খোলার অধিকার রয়েছে।”