হিলা চিকিৎসককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। —প্রতীকী চিত্র।
শিশু পাচারের অভিযোগে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর হেফাজতে থাকা দুই শিশুকে উদ্ধারও করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল বুধবার উত্তরপাড়ায় আসে। উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেফতার করে তারা। তাঁর কাছেই ছিল এক পাঁচ বছর এবং এক দু’বছরের শিশু।
ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক। ওড়িশার একটি হাসপাতালে কাজ করেছেন। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বই পুলিশ। শুক্রবার ভোরে মুম্বই নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
একই মামলায় মুম্বইয়ে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই মৌসুমীর কথা জানতে পেরেছিলেন তদন্তকারীরা।