তখনও উল্টে রয়েছে ট্যাঙ্কারটি। নিজস্ব চিত্র
সিমেন্ট তৈরির উপকরণ বোঝাই একটি ট্যাঙ্কার উল্টে গেল ২ নম্বর জাতীয় সড়কে। শনিবার বিকেল সওয়া ৪টে নাগাদ পূর্ব বর্ধমানের মেমারির কুমারপাড়ার ঘটনা।
পুলিশ জানায়, বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। সেটির সামনের চাকা ফেটে বিপত্তি ঘটে৷ দুর্ঘটনার জেরে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে যানজট তৈরি হয়েছে। রাত পর্যন্ত ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েন চালক থেকে যাত্রী, সকলেই। নিত্যানন্দ যাদব নামে এক জন বলেন, ‘‘দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিলাম। দু'ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে আছি৷’’ অমিত নন্দী নামে এক জনের প্রতিক্রিয়া, ‘‘ওষুধ নিয়ে হুগলির পাণ্ডুয়ায় যাচ্ছিলাম। যানজটে আটকে পড়েছি। কখন পৌঁছব জানি না।’’
পূর্ব বর্ধমান জেলা পুলিশ জানিয়েছে, চারটি ক্রেন দিয়ে ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা চলছে। বৃষ্টির জেরে সে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবে যানজটে আটকে পড়া কিছু গাড়িকে অন্য লেন দিয়ে বিকল্প পথে চলাচল করানো হচ্ছে।