গলসির সভায়। নিজস্ব চিত্র।
নেতার স্মরণসভায় এসে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সরব হলে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, ‘‘এ রাজ্যে তৃণমূলের সঙ্গে আর লড়াই করতে হবে না। দলটা উঠে যাবে।’’ এলাকায় বিজেপিকে ঢুকতে না দেওয়ার ডাক দেন দলের কর্মীদের।
করোনায় আক্রান্ত হয়ে ২৫ নভেম্বর মৃত্যু হয় সিপিএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কৃষকসভার সহ-সভাপতি আব্দার রাজ্জাক মণ্ডলের। তাঁর বাড়ি গলসির পারাজে। তাঁর স্মরণে এ দিন ওই গ্রামে একটি সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন সূর্যকান্ত। তৃণমূলকে তোপ দেগে তাঁর বক্তব্য, ‘‘আমরা ছোট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, তবু লাল ঝান্ডা ধরে থাকব। যত বড় দল হোক, দু’-চার জন বেরিয়ে গেলে, তৃণমূল সাফ হয়ে যাবে।’’
তৃণমূলের অন্যতম রাজ্য মুখপাত্র দেবু টুডুর পাল্টা বক্তব্য, ‘‘সিপিএমের যা দুর্দিন, ওদের সঙ্গে লড়াইয়ের প্রশ্নই নেই।’’