CPIM

সম্মেলনে ‘দুর্নীতি’ নিয়ে সরব সুজন

ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর প্রতিক্রিয়া, ‘‘যাঁদের পায়ের তলায় মাটি নেই, তাঁদের মুখে বড় বড় কথা মানায় না। ঔদ্ধত্য ও সাধারণ মানুষকে অবজ্ঞার কারণে মানুষ তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ০৮:১৩
Share:

ভাতারে সুজন। নিজস্ব চিত্র

‘সারা ভারত খেতমজুর ইউনিয়ন’-এর পূর্ব বর্ধমান জেলার দ্বিতীয় সম্মেলন হল ভাতার বাজার হাউসিং মাঠে। নানা এলাকা থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক হাজির হন সম্মেলনে। ছিলেন সংগঠনের নেতা সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, তুষার ঘোষ প্রমুখ।

Advertisement

সুজন এ দিন বাম আমলে অবিভক্ত বর্ধমান জেলার নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তাঁর বক্তব্যে। তার পরেই তিনি দাবি করেন, তৃণমূলের আমলে শাসক দলের নেতারা শুধু দুর্নীতি করছেন। পঞ্চায়েত সদস্য থেকে তৃণমূলের শীর্ষ স্তর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বলে তাঁর দাবি। সে প্রসঙ্গে জেলায় আবাস যোজনা প্রকল্প নিয়ে ওঠা অভিযোগের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে আবাস যোজনার সমীক্ষা করানোর সমালোচনা করে তাঁর দাবি, ‘‘তৃণমূল নেতাদের চাপের কাছে ওঁরা কোনও ভাবেই ঠিক তালিকা জমা দিতে পারবেন না।’’ দলের কর্মীদের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ দিন কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন সুজন। তাঁর দাবি, আবাস যোজনার নাম করে রাজ্য ও কেন্দ্র মিলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে। একশো দিনের কাজকে ২৫ দিনে নামিয়ে এনেছে কেন্দ্র। একশো দিনের প্রকল্পের টাকা তৃণমূলের লোকজন লুট করেছে বলেও তাঁর দাবি। বিজেপি এবং তৃণমূলের মধ্যে আঁতাঁতের অভিযোগও তোলেন তিনি।

Advertisement

ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর প্রতিক্রিয়া, ‘‘যাঁদের পায়ের তলায় মাটি নেই, তাঁদের মুখে বড় বড় কথা মানায় না। ঔদ্ধত্য ও সাধারণ মানুষকে অবজ্ঞার কারণে মানুষ তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আগে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াক ওঁদের দল, তার পরে অন্যের সমালোচনা করবেন।’’ স্থানীয় বিজেপি নেতা বরুণ ঘোষের দাবি, ‘‘শুধু তৃণমূল নয়, কেলেঙ্কারিতে সিপিএম-ও কম ছিল না। এখন কেন্দ্রের প্রতিটি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছচ্ছে। তা মানুষ বোঝেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement