হস্টেলের ছাদ থেকে পড়ে পড়ুয়া আহত কাটোয়ায়

হস্টেলের ছাদ থেকে পড়ে আহত হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্র। শুক্রবার সকালে মঙ্গলকোটের মাথরুন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ছাত্রটিকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে পরে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০১:৪৬
Share:

হস্টেলের ছাদ থেকে পড়ে আহত হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্র। শুক্রবার সকালে মঙ্গলকোটের মাথরুন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ছাত্রটিকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে পরে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্কুল সূত্রে জানা যায়, এ দিন স্কুল ও হস্টেল পরিদর্শনে আসার কথা ছিল ব্লক উন্নয়ন আধিকারিকের। সকাল থেকেই তাই ঘর, ছাদ সুফসুতরো করার কাজে লাগিয়ে দেওয়া হয় ছাত্রদের। বুদ্ধদেব কিস্কু নামে ওই ছাত্রের মায়ের অভিযোগ, ছাদ থেকে ইট আনতে গিয়ে পড়ে যায় ছেলে। হাঁটুতে ও মাথায় চোট লাগা অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসেন স্কুলের কয়েকজন শিক্ষক। যদিও ছাত্রদের দিয়ে ঘর পরিষ্কার করার কথা মেনে নিলেও ছাদ থেকে ইট আনানোর কথআ মাতে চাননি হস্টেলের সুপার নবীন সাঁতরা। তাঁর সাফাই, ‘‘ব্লক অধিকারিক আসবেন বলে সাফাই করতে বলেছিলাম। ও ছাদে জামাকাপ়ড় মেলতে গিয়ে পড়ে গিয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল চত্বরের চারটি ঘরকেই আদিবাসী ও তফসিলি ছাত্রদের হস্টেল বানিয়ে দেওয়া হয়েছে। এ দিকে, স্কুলের ১১৬ বছরের পুরনো হস্টেল দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পুরনো হস্টেলটি কয়েকটি দোকানকে ভা়ড়া দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, চার ঘরের হস্টেলটিরও দুটি ঘর নিয়ে বাস করেন এক শিক্ষক। ফলে থাকতে ছেলেদের অসুবিধা হয়। এ ছাড়া হস্টেলের নিরাপত্তা ঢিলেঢালা বলেও তাঁদের অভিযোগ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আনসারি জানান, দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি দেখছি। পুলিশের দাবি, ওই ছাত্রের বাড়ির তরফে কোনও অভিযোগ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement