কলেজ ছাত্রের দেহ হস্টেলে

বিষ্ণুপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৌশিক মিশ্র (২১)। ওই কলেজের তৃতীয় বর্ষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কৌশিকের বাড়ি বর্ধমানের অন্ডাল থানার কাজোড়া গ্রামে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই হস্টেলের ছাত্রদের কাছে থেকে কলেজ কতৃর্পক্ষ জানতে পারেন বিষয়টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:০৫
Share:

বিষ্ণুপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৌশিক মিশ্র (২১)। ওই কলেজের তৃতীয় বর্ষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কৌশিকের বাড়ি বর্ধমানের অন্ডাল থানার কাজোড়া গ্রামে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই হস্টেলের ছাত্রদের কাছে থেকে কলেজ কতৃর্পক্ষ জানতে পারেন বিষয়টি।

Advertisement

কলেজের অধ্যক্ষ অপূর্ব মুখোপাধ্যায় জানান, ‘‘দরজা ভেঙে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কৌশিক ঢুলছে। তাকে নামিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন, তার মৃত্যু হয়েছে। পুলিশকে সব জানিয়ে বাড়িতে খবর পাঠানো হয়েছে।’’ প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, কৌশিক আত্মঘাতী হয়েছেন। তিনি হস্টেলের যে ঘরে থাকতেন, সেটির দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। কোনও সুইসাইড নোট অবশ্য পাওয়া যায়নি। কিন্তু, কেন কৌশিক এই পথ বেছে নিলেন, তা নিয়ে অন্ধকারে তাঁর পরিবার। কৌশিকের সহপাঠীরা জানান, চাপা স্বভাবের ছেলে ছিলেন ওই ছাত্র। তবে, ছাত্র হিসেবে খুব ভাল। এ দিন বিকেলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে কাজোড়া থেকে ছুটে আসেন কৌশিকের মামা, ইসিএলের কর্মী শিশির ভট্টাচার্য ও তাঁর প্রতিবেশীরা। শিশিরবাবু বলেন, “কৌশিক তার বাবা-মায়ের একমাত্র সন্তান। আমাদের একমাত্র ভাগ্নে। দেহ নিয়ে যাচ্ছি। কিন্তু বাড়ির সকলকে কী ভাবে সামলাবো বুঝতে পারছি না।’’ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে কোনও অভিযোগ আসেনি। দেহটি ময়নাতদন্তের পর বাড়ির লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement