আদালতে তোলা হচ্ছে ধৃতদের। উদ্ধার হওয়া সেই ধাতব খণ্ড। —নিজস্ব চিত্র।
বিপুল অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করা হবে ‘তেজষ্ক্রিয়’ ধাতু! এই কথা বলে প্রতারণার ছক কষেছিল তিন দুষ্কৃতী। তবে তা বিক্রির আগেই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়ে গেল তারা। রবিবার রাতে বর্ধমান থেকে ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে এসটিএফ খবর পায়, ‘তেজস্ক্রিয়’ ধাতু বিক্রির উদ্দেশ্যে বর্ধমান শহরের পারবীরহাটায় জড়ো হয়েছে তিন জন। রবিবার রাতেই অভিযান চালায় এসটিএফ। বর্ধমান থানার পুলিশের সাহায্য নিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আশিস বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। নিমাই দাস হুগলির বাসিন্দা এবং তৃতীয় ধৃত পার্থ পাল বর্ধমান শহরেরই বাসিন্দা। এসটিএফ তাদের জেরা করে জানতে পেরেছে, তারা বর্ধমানেরই এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে ‘তেজস্ক্রিয়’ ধাতু বিক্রি করতে চেয়েছিল।
পুলিশ ধৃতদের কাছ থেকে ৯৪৩ গ্রাম ওজনের একটি ধাতব খণ্ড উদ্ধার করেছে। ওই খণ্ডটি পরীক্ষা করে দেখা হবে। পুলিশের অনুমান, ধৃতেরা কোনও প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। তারা ‘তেজষ্ক্রিয়’ ধাতুর কথা বলে ঠকানোর পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে।