জিতেন্দ্র তিওয়ারি। ফাইল চিত্র।
বেশ কয়েকদিনের টানাপড়েনের পরে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি কলকাতায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে জানিয়েছিলেন, তিনি দলেই থাকছেন। কিন্তু বুধবার ফেসবুকে একটি পোস্ট ফের জল্পনা উস্কে দেয় জিতেন্দ্রবাবুকে নিয়ে। তবে বৃহস্পতিবার ফের সে ‘জল্পনা’য় জল ঢেলে ফেসবুক ও টুইটারে একটি পোস্ট করলেন জিতেন্দ্রবাবু।
বুধবার ফেসবুক পোস্টে জিতেন্দ্রবাবু বলেছিলেন, ‘রাজনীতিতে পূর্ণচ্ছেদ বলে কিছু হয় না। রাজনীতি হল কমা, কোলন, সেমিকোলন ইত্যাদির সিরিজ’। এই পোস্টের পরেই জিতেন্দ্রবাবুর রাজনৈতিক অবস্থান নিয়ে ফের জল্পনা শুরু হয় জেলায়। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুক ও টুইটারে পোস্ট করে লেখেন, ‘‘আমি দিদির (তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে ছিলাম, আছি, থাকব। যাঁরা এটা নিয়ে সংশয়ে রয়েছেন, তাঁরা আবার হতাশ হবেন।’’ পাশাপাশি, সন্ধ্যায় সংবাদমাধ্যমের কাছে তিনি ফের দাবি করেন, ‘‘আমি তৃণমূলেই আছি।’’ এ দিকে, সম্প্রতি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে ‘শো-কজ়’ করেছে দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, জিতেন্দ্রবাবুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার সময়ে অগ্নিমিত্রাদেবীর কিছু মন্তব্যের কারণেই ওই শো-কজ়। যদিও ওই কারণ দর্শানোর চিঠিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ দিন অগ্নিমিত্রাদেবী বলেন, ‘‘এটা দলের অভ্যন্তরীণ বিষয়।’’ তাঁর সংযোজন: ‘‘বাবা-মায়ের মতো বিজেপিও আমার অভিভাবক। বাবা-মা দরকার হলে, শাসন করেন।’’