Accident

‘মওত কা কুয়া’য় দুর্ঘটনা, আসানসোলে মৃত্যুর মুখ থেকে ফিরলেন বাইক আরোহী ও দর্শকেরা

রবিবার রাতে সালানপুরের মুক্তাইচণ্ডী মেলায় ‘মওত কা কুয়া’ খেলা চলছিল। কুয়োর ভিতরে বাইক চালাচ্ছিলেন কয়েক জন। সেই সময় ঘটে দুর্ঘটনা। জখম হন এক বাইক আরোহী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭
Share:

‘মওত কা কুয়া’য় দুর্ঘটনা। — নিজস্ব চিত্র।

মেলায় ‘মওত কা কুয়া’ খেলা চলাকালীন ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হলেন বাইক আরোহী-সহ কয়েক জন দর্শকও। রবিবার রাতে ওই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে। আহত বাইক আরোহীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Advertisement

সালানপুর থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মুক্তাইচণ্ডী মেলায় ‘মওত কা কুয়া’ খেলা চলছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, কুয়োর ভিতরে বাইক চালাচ্ছিলেন কয়েক জন। তাঁদের এক জন মোটর সাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছিলেন। সেই সময় উপর থেকে নীচে পড়ে যান তিনি। মাথায় চোট পান ওই মোটর সাইকেল আরোহী। দুর্ঘটনার জেরে অল্পবিস্তর জখম হন ৯ দর্শকও। মোটর সাইকেলটিও নিয়ন্ত্রণহীন হয়ে কুয়োর মধ্যে ঘুরতে শুরু করে। কিছু ক্ষণ পর সেটাও নীচে পড়ে যায়। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় খেলা। অনেকেই ওই খেলাটির ভিডিয়ো বন্দি করছিলেন মোবাইলে। তাতে ধরা পড়েছে দুর্ঘটনার সময়কার দৃশ্যও। তাতে দেখা গিয়েছে, বাইক চালকদের হেলমেট বা অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম ছিল না।

সালানপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। আহত দর্শকদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি মোটর সাইকেল আরোহী। এই ঘটনার জেরে অভিযোগ দায়ের হয়েছে সালানপুর থানায়। পুলিশ ‘মওত কা কুয়া’ খেলার আয়োজকদের ২ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়াও ওই মেলায় নাগরদোলা এবং অন্যান্য যে সব জয় রাইড রয়েছে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement