Market

কিছু বাজার খোলার সময় বাড়ল

এখন থেকে পাইকারি আনাজ ও মাছের বাজার খোলা থাকবে ভোর ৪টে থেকে ১০টা। খুচরো বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা। ফলে, দোকান খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১১টা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০৪:৫৪
Share:

সকাল ১১টার পরেও চালু বাজার। বৃহস্পতিবার বর্ধমানে। নিজস্ব চিত্র।

দোকান-বাজার খোলার নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার। কিন্তু তাতে ‘বিভ্রান্তি’ রয়েছে দাবি করে নিয়ম মানেনি অনেক বাজারই। বুধবার সন্ধ্যায় ফের জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় বর্ধমান শহরে। তাতে জানানো হয়েছে, রেল স্টেশন এলাকার বাজার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের নানা এলাকায় পুলিশ ঘোরে। চলে প্রচার। নতুন বিধি পুরো অগস্ট মাস জুড়েই চলবে। এখন থেকে পাইকারি আনাজ ও মাছের বাজার খোলা থাকবে ভোর ৪টে থেকে ১০টা। খুচরো বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা। ফলে, দোকান খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১১টা। আর মুদির দোকান, স্টেশনারি দোকান খোলা রাখা যাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা। নতুনগঞ্জের পাইকারি বাজার চলবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা। জিনিসপত্র তোলা-নামানোর সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল, রেস্তোরাঁ খোলা রাখার সময় বেলা ১২টা থেকে রাত ৯টা। চায়ের দোকান ভোর ৪টে থেকে ১০টা পর্যন্ত খোলা যাবে। তবে রাজ্যের ‘লকডাউন’-এর দিন সবই বন্ধ রাখতে হবে।

তবে এ দিনও নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা থাকতে দেখা যায়। পুলিশ লাইনে সকাল ১১টার পরে, আনাজ বাজার খোলা ছিল। বীরহাটায় সকাল ১১টার পরে, ফুলের দোকান খোলা থাকতে দেখা যায়। বড়নীলপুর মোড়ে অনেক বেলা পর্যন্ত চায়ের দোকান খোলা ছিল। বর্ধমান থানার দাবি, নজরদারি চলছে। ‘মাস্ক’ না পরে বার হওয়ায় দুজনকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement