delhi farmer protest

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আসানসোলে শিখদের ট্রাক্টর নিয়ে মিছিল

এই ট্রাক্টর মিছিলে আসানসোলের গুরুদ্বার প্রবন্ধক কমিটি- সহ জেলার গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৬:০৮
Share:

এই ট্রাক্টর মিছিলে আসানসোলের গুরুদ্বার প্রবন্ধক কমিটি- সহ জেলার গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ডাকা বনধের সমর্থনে আসানসোলের কন্যাপুরে জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। সোমবার আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে ট্রাক্টর নিয়ে মিছিল করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে যান তাঁরা। এই ট্রাক্টর মিছিলে আসানসোলের গুরুদ্বার প্রবন্ধক কমিটি- সহ জেলার গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

দিল্লির উত্তাল কৃষক আন্দোলনের ঢেউ লাগছে দেশের বিভিন্ন প্রান্তে। বাদ পড়েনি এ রাজ্যও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই আন্দোলনের প্রতি তৃণমূলের নৈতিক সমর্থন রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা সংগঠন কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

আরও পড়ুন : মোদীর ভিস্তা প্রকল্প নিয়ে ‘অতি উদ্যোগী’ কেন্দ্র, তিরস্কার করেও ছাড়পত্র শীর্ষ আদালতের

Advertisement

সরকারের সঙ্গে একাধিক আলোচনার পরেও সমাধান সূত্র না মেলায় মঙ্গলবার আন্দোলন আরও জোরদার করতে ও কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলি বনধের ডাক দিয়েছে। সেই বনধের সমর্থনে সোমবার ট্রাক্টর মিছিল করে জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। প্রতিবাদী শিখ সম্প্রদায়ের মানুষদের দাবি, অবিলম্বে কেন্দ্রকে কৃষি আইন প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন : ‘কিসান যাত্রা’-য় যোগ দিতে গিয়ে প্রথমে ধর্নায় অখিলেশ, পরে আটক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement