—প্রতীকী চিত্র।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোল্লা সাইফুদ্দিন এবং মোল্লা আব্দুর রহমান ওরফে হাবলা। ধৃত হাবলা ঝিলু ২ পঞ্চায়েতের উপপ্রধান মোল্লা মোজাহারের ছেলে বলে জানা গিয়েছে। নোয়াপাড়া গ্রামেই তাঁদের বাড়ি। শুক্রবার রাতে এলাকা থেকেই তাঁদের ধরা হয়েছে। শনিবার ধৃতদের কাটোয়া আদালতে হাজির করানো হয়। ধৃতদের সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
গত বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া গ্রামে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নোয়াপাড়া গ্রামের ৯৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি রবিউল শেখের অভিযোগ, তাঁরা বাড়ির কাছে খামারে বসে কয়েকজন দলীয় কর্মসূচি নিয়ে আলোচলার সময় শেখ সাদ্দামের নেতৃত্বে অস্ত্রশস্ত্র-সহ তাঁদের উপর হামলা চালানো হয়। বোমা,গুলি ছোড়া হয়। জখম হন রবিউলের ভাই শেখ নাসিরুদ্দিন। ওই ঘটনায় শেখ নাসিরুদ্দিন মঙ্গলকোট থানায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে ধৃত হাবলার দাবি, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।