শান্তনু ঠাকুর। ফাইল চিত্র।
‘‘ভোট দেওয়ার ক্ষমতা থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না, পার্লামেন্টে নাগরিকত্ব বিল অনুমোদন হয়েছে। আমরা চাইছি, আগামী নির্বাচনের আগেই মতুয়া তথা সমস্ত উদবাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হোক’’— মঙ্গলবার কাটোয়ার একাইহাটে মতুয়াদের একটি সম্মেলনে এসে এমনই দাবি করেছেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূলের অবশ্য দাবি, মতুয়ারা বংশ পরম্পরায় এ দেশে রয়েছেন। ভোটার তালিকায় নাম আছে তাঁদের। বিজেপি ভোটের আগে আবার বিতর্ক উস্কে দিয়ে রাজনীতি করতে চায়ছে।
এ দিন দুপুরে পুরনো কাটোয়া-কালনা রোডের ধারে একাইহাট শনি মন্দিরের কাছে ওই সম্মেলন হয়। শান্তনু ঠাকুরের দাবি, ‘‘এত বছর ধরে মতুয়াদের কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তৃণমূল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এ বার দিন পাল্টেছে। কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছি, নাগরিকত্ব বিল প্রয়োগ করে মতুয়া ও সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হোক।’’ কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, মতুয়ারা এ দেশের নাগরিক। বিজেপি অযথা বিতর্ক তৈরি করতে চায়ছে।’’ সিপিএম নেতা অঞ্জন চট্টোপাধ্যায়ের দাবি, করোনা-আবহে ফের নাগরিকত্ব নিয়ে জলঘোলা করছে বিজেপি।
বিরোধীদের অভিযোগ, সম্মেলনে বেশির ভাগের মুখে মাস্ক ছিল না। যদিও আয়োজকদের দাবি, সবাইকে বিধি মেনে সম্মেলনে আসতে বলা হয়েছিল।