Robbery

একই দোকানে ফের চাল কেটে ‘লুটপাট’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দোকানের চাল কেটে প্রায় ‘স্পাইডারম্যানে’র কায়দায় উপর থেকে দোকানের মেঝেতে নেমে আসেছে এক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০০:৫৭
Share:

সিসিটিভি ক্যামেরায় লুটপাটের ফুটেজ। নিজস্ব চিত্র

টিনের চালের একাংশ কেটে মোবাইলের দোকানের ভিতরে ঢুকে লুটপাটের ঘটনা ঘটল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এক ‘দুষ্কৃতী’র মুখঢাকা ছবি। শনিবার গভীর রাতের ওই ঘটনায় দুর্গাপুরের কোকআভেন থানার স্টেশন বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দোকানের চাল কেটে প্রায় ‘স্পাইডারম্যানে’র কায়দায় উপর থেকে দোকানের মেঝেতে নেমে আসেছে এক জন। চালের উপর থেকে কেউ সহযোগিতা করেছে কি না, তা অবশ্য ধরা পড়েনি ক্যামেরায়। দোকান মালিক নবকুমার বিশ্বাস পুলিশকে জানান, বেশ কয়েক হাজার টাকা মূল্যের সামগ্রী চুরি গিয়েছে। এ দিকে, ঘটনার সময়ে, দোকানে থাকা স্বয়ংক্রিয় বিপদঘণ্টা বাজতেই পাহারাদারেরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতী।

এই ঘটনার কথা জানাজানি হতেই বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য ব্যবসায়ীরা। তাঁরা দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং রাতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। দুর্গাপুর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহাও বলেন, ‘‘মাঝে-মধ্যেই বাজারে চুরির ঘটনা ঘটছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক।’’ পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের পাকড়াওকরা হবে।

Advertisement

ঘটনাচক্রে, এই দোকানটিতে এর আগেও লুটপাটের ঘটনা ঘটছে। ২০১৮-র ৩০ অগস্ট রাতে দোকান বন্ধ করে রোজকার মতো বাড়ি চলে যান নবকুমারবাবু। সকালে এসে দেখেন টিনের চাল কেটে লুটপাট হয়েছে। আলমারি ফাঁকা। উধাও মোবাইলগুলি। সে বার দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, চারটি ক্যামেরার একটি ভেঙে দেয় দুষ্কৃতীরা। অন্য একটির তার কেটে দেয়। কিন্তু বাকি দু’টির খোঁজ তারা পায়নি। ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, চালের উপর থেকে একজন সাহায্য করেছে। এক জন মুখঢাকা দুষ্কৃতী উপর থেকে ভিতরে ঢুকেছে। নবকুমারবাবু বলেন, ‘‘সে বার লক্ষাধিক টাকার মোবাইল চুরি গিয়েছিল। সেই ঘটনার আজও কিনারা হয়নি। ফের চুরি হল। কী ভাবে ব্যবসা চালাব?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement