টাকা চেয়ে ‘বাধা’ রাস্তার কাজে

অভিযোগ, কাজ কিছুটা এগোতেই স্থানীয় খয়েরবাঁধ গ্রামের জনা পঞ্চাশ বাসিন্দা তা বন্ধ করে দেয়। তাঁরা ঠিকাদারের কাছে গ্রামে একটি ধর্মীয় স্থানের উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ ২৫ হাজার টাকা দাবি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাবনি শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০০:০৫
Share:

ইটাপাড়ায় পড়েই রয়েছে রাস্তা তৈরির সামগ্রী ও যন্ত্রপাতি। নিজস্ব চিত্র

ঠিকাদারের কাছে টাকা চেয়ে কিছু লোক রাস্তা তৈরির কাজ আটকে দিয়েছে বলে অভিযোগ উঠল বারাবনির ইটাপাড়া পঞ্চায়েত এলাকায়। ব্লক প্রশাসনের অভিযোগ, ঠিকাদার দাবিমতো এক লক্ষ ২৫ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় স্থানীয় কিছু লোকজনই রাস্তা তৈরিতে বাধা দিয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূলের দাবি, বিজেপির ইন্ধনেই বাধা দেওয়া হয়েছে। বিজেপি তা মানতে চায়নি।

Advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলা গ্রামীণ সড়ক যোজনায় ইটাপাড়া পঞ্চায়েতের পাকুড়িয়া মোড় থেকে মারাংগুটু পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। লোকসভা ভোটের ফল বেরনোর পরে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি কাজে হাত দেয়। অভিযোগ, কাজ কিছুটা এগোতেই স্থানীয় খয়েরবাঁধ গ্রামের জনা পঞ্চাশ বাসিন্দা তা বন্ধ করে দেয়। তাঁরা ঠিকাদারের কাছে গ্রামে একটি ধর্মীয় স্থানের উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ ২৫ হাজার টাকা দাবি করে। ঠিকাদার তা না দিতে চাওয়ায় দিন পনেরো কাজ থমকে রয়েছে। বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা কেউ সেখানে নেই। রাস্তা তৈরির যন্ত্রাংশ দাঁড় করিয়ে রাখা আছে। সেগুলি পাহারা দিচ্ছেন ঠিকাদার সংস্থাটির সুপারভাইজার আদিত্য ঘোষ। তিনি শুধু বলেন, ‘‘কিছু গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ আছে।’’

বারাবনি ব্লক প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন ঠিকাদার সংস্থাটির মালিক। বিডিও সুরজিৎ ঘোষ বলেন, ‘‘যতটুকু জেনেছি, গ্রামবাসীর একাংশ ঠিকাদারের কাছে টাকা চেয়েছেন। রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’’ প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, বুধবারই অভিযুক্তদের সঙ্গে বৈঠক করেছেন রাস্তা তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সরকারি কাজে বাধা না দেওয়ার জন্য নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওঁরা নিজেদের দাবিতে অনড়।’’ আধিকারিকেরা জানান, রাস্তাটি তৈরি হলে খয়েরবাঁধ, মারাংগুটু, নাদাই তালকানালি ও পাকুড়িয়া গ্রামের প্রায় সাড়ে বারো হাজার বাসিন্দা উপকৃত হবেন। কিন্তু কিছু গ্রামবাসীর বাধায় কাজ আটকে রয়েছে। ব্লক প্রশাসনের দাবি, সোমবার ফের কাজ শুরু হবে। কোনও বাধা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

ঘটনার পিছনে স্থানীয় বিজেপি নেতৃত্বের উস্কানি রয়েছে বলে অভিযোগ তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহের। তাঁর দাবি, ‘‘এর বিরুদ্ধে আমরাও পথে নামব।’’ যদিও এর সঙ্গে দল কোনও ভাবে জড়িত নয় বলে দাবি বিজেপি নেতা স্বপন রায়ের। তিনি বলেন, ‘‘শুনেছি বিজেপির বদনাম করতে আমাদের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতী এই কাজ করছে। এ সব অন্যায়ের সঙ্গে আমরা জড়িত নই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement