চাষের জল চেয়ে অবরোধ

চাষের জন্য জলের দাবি করে পথ অবরোধ করলেন প্রায় তিনশো চাষি। আউশগ্রামের বটগ্রাম মৌজার ওই চাষিদের দাবি, একে বৃষ্টি না হওয়ায় জমিতে ফাটল দেখা দিয়েছে, তার উপর মিলছে না সেচখালের জল।

Advertisement
কাটোয়া শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:৫০
Share:

চাষের জন্য জলের দাবি করে পথ অবরোধ করলেন প্রায় তিনশো চাষি। আউশগ্রামের বটগ্রাম মৌজার ওই চাষিদের দাবি, একে বৃষ্টি না হওয়ায় জমিতে ফাটল দেখা দিয়েছে, তার উপর মিলছে না সেচখালের জল। এমনকী বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলছে না বলে তাঁদের অভিযোগ। শুক্রবার এই দাবিতেই বর্ধমান-সিউড়ি রোডে ওই ক্যানালের সেতুর উপর অবরোধ করেন তাঁরা। বিডিও-কে এসে সমস্যা মেটাতে হবে বলে দাবিও করেন। চাষিদের আরও অভিযোগ, সেচখালে সংস্কার হয় না। রক্ষণাবেক্ষণের নামে কর্মী ও ঠিকাদারেরা দুর্নীতি করেন। যুগ্ম বিডিও-র জানান, সেচ দফতরের সঙ্গে কথা বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement