West Bengal Panchayat Election 2023

বাইক-বাহিনীর পাল্টা ‘প্রতিরোধ কমিটি’ গ্রামে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনাগরা ও বাগটোনা গ্রামে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি প্রার্থী দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ০৯:১৮
Share:

কাটোয়া বননগর গ্রামে এক তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভ সোমবার। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়  asitkatwaabp@gmail.com

সকালে তৃণমূলের বাইক-বাহিনী বিরোধী দলের প্রার্থীদের বাড়ি-বাড়ি গিয়ে মনোনয়ন তুলে নিতে হুমকি দিয়েছে, এই অভিযোগ ‘প্রতিরোধ কমিটি’ গড়া হল গ্রামে। কাটোয়ার শ্রীখণ্ড পঞ্চায়েতের বাগনাগরা ও বাগটোনা গ্রামে বিরোধী দলের লোকজন তাদের প্রার্থীদের মারধর ও বাড়ি ভাঙচুর করেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত এই ঘটনা ঘিরে তেতে রইল এলাকা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনাগরা ও বাগটোনা গ্রামে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি প্রার্থী দিয়েছে। বিরোধীদের অভিযোগ, রবিবার সকালে দুই গ্রামে আচমকা বাইক-বাহিনী ঢোকে। বহিরাগতেরা ঢোকায় বিরোধী দলের কর্মীরা এলাকাবাসীর একাংশকে নিয়ে প্রতিরোধের জন্য একজোট হন। সোমবার গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার অনেকে গ্রামের বটতলায় বসে রয়েছেন।

বাগনাগরা গ্রামের নির্দল প্রার্থী তুলসী মণ্ডল, বিজেপি প্রার্থী প্রতিমা যশ থান্দার, সিপিএম প্রার্থী চন্দনা সাহাদের অভিযোগ, ‘‘রবিবার সকালে আচমকা তৃণমূলের বাইক বাহিনী আমাদের বাড়িতে ঢুকে যায়। হুমকি দিয়ে মনোনয়ন তুলতে বলে। এই খবর ছড়িয়ে পড়তেই আমরা একজোট হয়েছি। কোনও মতেই মনোনয়ন তুলব না।’’ গ্রামের বাসিন্দা প্রভাকর মণ্ডল, সঞ্জয় সাহাদের দাবি, “তৃণমূল বাইরে থেকে বাইক বাহিনী এনে গ্রামের পরিবেশ সন্ত্রস্ত করে তুলেছে। তাই একজোট হয়ে তৃণমূল প্রার্থীদের পাল্টা মনোনয়ন তুলে নিতে বলেছি।’’

Advertisement

গ্রামের তৃণমূল কর্মী বিনয় মণ্ডলের পাল্টা দাবি, “আমাদের দলের কর্মীরা বাইকে এসে রাজ্য সরকারের নানা প্রকল্পের প্রচার করে। কোনও হুমকি দেয়নি। উল্টে, বিরোধীরা রাতে আমাদের বাড়ি ভাঙচুর করে। নিরাপত্তাহীনতায় ভুগছি।’’ বাগটোনার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলেরও অভিযোগ, ‘‘রাতে তিনটি গ্রাম থেকে বহু লোক আচমকা বাড়িতে হামলা চালায়।’’

কাটোয়া ১ ব্লকের সিপিএম নেতা অভেদানন্দ ঠাকুর, কংগ্রেস নেতা রণজিৎ চট্টোপাধ্যায় থেকে জেলা বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়দের বক্তব্য, ‘‘মানুষ সঙ্ঘবদ্ধ হচ্ছেন। এটা দেখে তৃণমূলের শুধরে যাওয়া উচিত।’’ জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, ‘‘বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করছে। আমাদের প্রার্থীদের বাড়িতে হামলা চালাচ্ছে। এ ভাবে ওরা সফল হবে না।’’ পুলিশ জানায়, পরিস্থিতি এখননিয়ন্ত্রণে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement