Renu Khatun

Renu Khatun: ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন চাকরি পেলেন বর্ধমানের কেতুগ্রামের সেই রেণু

গত ২১ জুন জেলার মুখ্য স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স গ্রেড-২ পদে যোগ দিয়েছিলেন রেণু। চাকরি পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৭:৪৪
Share:

ফাইল চিত্র।

ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন কাজে যোগ দিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সেই রেণু খাতুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠার পর গত জুন মাসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে রেণুতে চাকরি দেওয়া হয়েছিল। গত মাসখানেক সেখানেই কর্মরত ছিলেন তিনি। এ বার নতুন চাকরির নিয়োগপত্র হাতে পেলেন রেণু।

Advertisement

গত ২১ জুন জেলার মুখ্য স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স গ্রেড-২ পদে যোগ দিয়েছিলেন রেণু। চাকরি পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। সেই সময় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছিলেন স্বাস্থ্য ভবন থেকে নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত রেণু আপাতত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজ করবেন। সেখানে কাজ করার মাসখানেকের মধ্যে স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশ চলে এসেছে। সেই মতোই বৃহস্পতিবার বর্ধমানের ১ নম্বর ব্লকের কুড়মুনে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন চাকরিতে যোগ দিলেন রেণু।

রেণু সরকারি চাকরি পাওয়ায় তাঁর ডান হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর স্বামীর বিরুদ্ধে। কেতুগ্রামের কোজলসার ওই ঘটনায় শিউরে উঠেছিলেন সকলেই। ওই সময় চিকিৎসাধীন অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেণু। মুখ্যমন্ত্রীও পরে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রেণুকে চাকরি দেওয়ার ঘোষণাও করেন তিনি। সেই মতোই প্রথমে জেলার মুখ্য স্বাস্থ্য দফতরে, তার পর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাকরি পেলেন নির্যাতিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement