COVID-19

ফেব্রুয়ারির মাঝেই টিকা, প্রস্তুতি জেলায় 

জেলা স্বাস্থ্য দফতরের এক পদস্থ আধিকারিক জানান, টিকাকরণের পরে কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সেটা দেখার জন্যই পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি।

প্রায় এক বছর পরে সুখবর দিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জেলায় করোনার টিকাকরণ শুরু হয়ে যাবে বলে স্বাস্থ্যভবন বার্তা দিয়েছে, দাবি জেলা স্বাস্থ্য আধিকারিকদের। টিকাকরণের সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) প্রণব রায় বলেন, “টিকা দেওয়ার প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। আমরাও প্রস্তুত।’’

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে কয়েকটি পর্যায়ে টিকাকরণ হবে। প্রথম পর্যায়ে আশা, এনএনএম, নার্স, অ্যাম্বুল্যান্স চালক, হাসপাতালের কর্মী, নিরাপত্তারক্ষী, চিকিৎসকদের মত প্রথম সারির যোদ্ধাদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে বেসরকারি ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্তদের, তৃতীয় পর্যায়ে পুলিশকর্মী, সরকারি কর্মচারীদের টিকা দেওয়া হবে। ধীরে ধীরে পর্যায়ক্রমে টিকাকরণের ক্ষেত্র বাড়ানো হবে। টিকাকরণ হবে সরকারি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই সব জায়গায় তিনটি করে ঘর টিকাকরণের জন্যে রাখা থাকবে। একটিতে পরিচয় ও তথ্য যাচাই করা হবে। দ্বিতীয় ঘরে টিকা দেওয়া হবে। তৃতীয় ঘরে যাঁদের টিকা দেওয়া হবে, তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। এ জন্য জেলায় মোট ৪৯টি কেন্দ্র বাছা হয়েছে। এ ছাড়া টিকা রাখার ‘কোল্ড চেন’ রয়েছে ৪৫টি।

জেলা স্বাস্থ্য দফতরের এক পদস্থ আধিকারিক জানান, টিকাকরণের পরে কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সেটা দেখার জন্যই পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই যাঁরা টিকাকরণের আওতায় আসবেন, সেই সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, আশা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও পুলিশকর্মীদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। আপাতত ঠিক হয়েছে প্রতিটি কেন্দ্র থেকে দিনে একশোটি করে টিকা দেওয়া হবে। ওই আধিকারিক বলেন, “টিকাকরণের পরে আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তার পরে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হবে। প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসকদের দল থাকবে। কেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা রাখারও ব্যবস্থা করা হচ্ছে।’’ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে প্রায় ৩৪ হাজার জনের তালিকা তৈরি হয়েছে টিকাকরণের জন্য। প্রত্যেকের কাছে মেসেজ পৌঁছে গিয়েছে। সেই মেসেজে একটি বিশেষ নম্বর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘টিকাকরণের জন্য আপনার নাম মনোনীত হয়েছে। আপনি প্রস্তুত থাকুন’। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ওই নম্বর ধরেই টিকা আসবে। তখন ফের মেসেজ দিয়ে টিকাকরণের দিনক্ষণ জানানো হবে। জেলা পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ব্লক ও পুরসভা স্তরেও টাস্ক ফোর্স গড়া হবে, দাবি জেলা স্বাস্থ্য দফতরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement