নামী সংস্থার লোগো নকল করে ব্যাগ বিক্রির অভিযোগ, বর্ধমানের বাজারে অভিযান পুলিশের

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বর্ধমান শহরের কার্জন গেট লাগোয়া দত্ত সেন্টার মার্কেটের তিনটি দোকানে হানা দেয় ইবি। বেশ কিছু ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৮:০৬
Share:

বর্ধমানের বাজারে ইবির হানা। — নিজস্ব চিত্র।

নামী সংস্থার লোগো নকল করে ব্যাগ বিক্রির অভিযোগ উঠছিল দীর্ঘ দিন ধরে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার বর্ধমানের বাজারে অভিযান চালাল জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)-র একটি দল। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ব্যাগ।

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বর্ধমান শহরের কার্জন গেট লাগোয়া দত্ত সেন্টার মার্কেটের তিনটি দোকানে হানা দেয় ইবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি নামী ব্যাগ প্রস্তুতকারক সংস্থার থেকে অভিযোগ জানানো হয় যে, তাদের নাম এবং লোগো ব্যবহার করে বাজারে ব্যাগ বিক্রি করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সেই অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার এক আইবি কর্মী ওই দোকানগুলিতে যান ক্রেতা সেজে। তিনি ওই দোকানগুলি থেকে দু’টি ব্যাগও কেনেন। এর পর সোমবার অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামীদামী সংস্থার নামের বানান এবং লোগো সামান্য পরিবর্তন করে চলছিল ওই কারবার। এই ঘটনায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাগ ব্যবসায়ীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement