arrest

দুই এলাকায় ডাকাত সন্দেহে গ্রেফতার ৯

পুলিশ জানায়, ধৃতেরা সকলেই বর্ধমানের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকা থেকে তাদের ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ২২:৫৪
Share:

প্রতীকী ছবি।

আগ্নেয়াস্ত্র-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছে দু’টি পাইপগান ও ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, ধৃতেরা সকলেই বর্ধমানের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকা থেকে তাদের ধরা হয়। ডিএসপি ট্রাফিক (২) রাকেশকুমার চৌধুরী বলেন, ‘‘ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ১০-১২ জন। পুলিশ গিয়ে ৬ জনকে ধরে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়েকটি মোবাইল, ল্যাপটপ এবং সাউন্ড সিস্টেমও উদ্ধার করা হয়েছে।’’ ডাকাতিতে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশও। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়ি ভাতার-মালডাঙা রাস্তায় ঘোড়াডাঙা সেতু লাগোয়া এলাকায় জড়ো হওয়া একটি দলকে দেখতে পায়। পুলিশের গাড়ি দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন জনকে ধরা হয়। তাদের কাছে শাবল, ভোজালি, দড়ি, লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়েছে, জানায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement