বিরল প্রজাতির তক্ষক উদ্ধার। নিজস্ব চিত্র।
তক্ষক পাচার করতে গিয়ে পুলিশ ও বন আধিকারিকদের হাতে ধৃত চার অভিযুক্ত। পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা যৌথ ভাবে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে পাকড়াও করেন। উদ্ধার বিরল প্রজাতির একটি তক্ষক।
কালনা ও কাটোয়া মহকুমা বনাধিকারিক শিবপ্রসাদ সিন্হা জানিয়েছেন, ধৃতদের নাম ঝুলন ঘোষ, অজিত বিশ্বাস, গোকুল গায়েন ও চন্দন দাস। তাঁরা মূলত হুগলি ও কালনার বাসিন্দা। তক্ষকটি নিয়ে তাঁরা নদিয়ার দিক থেকে কালনায় এসেছিলেন। মঙ্গলবার তাঁদের কালনা মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের ১৪ দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিবপ্রসাদ জানিয়েছেন, উদ্ধার হওয়া তক্ষকটির চিকিৎসা করে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ‘টোকে গেকো’ প্রজাতির তক্ষকের দেহাংশ এইচআইভি প্রতিষেধক তৈরির গবেষনায় ব্যবহৃত হয়।