photo journalist

Road Accident: পথ দুর্ঘটনায় গুরুতর আহত আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক

বুধবার দুপুরে আসনসোল থেকে রানিগঞ্জ আসার সময় তিনি পথ দুর্ঘটনার শিকার হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ০০:৩৮
Share:

আহত চিত্র সাংবাদিক ওমপ্রকাশ সিংহ।

জামুড়িয়ার শ্রীপুর এলাকার বোগড়া মোড়ের কাছে দুই নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক ওমপ্রকাশ সিংহ। বুধবার দুপুরে আসানসোল থেকে রানিগঞ্জ আসার সময় তিনি পথ দুর্ঘটনার শিকার হন। জানা গিয়েছে, রাস্তার মাঝে একটি গরু চলে আসায় তিনি মোটরবাইকের ব্রেক কষলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বেশ খানিক ক্ষণ তিনি রাস্তার ধারে পড়ে থাকেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ ও জাতীয় সড়কের উদ্ধারকারী ভ্যান।
গুরুতর আহত অবস্থায় ওমপ্রকাশকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাাতালে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বুকের পাঁজরে গুরুতর আঘাত লেগেছে। যার জেরে কোমায় রয়েছেন তিনি। তাঁকে বর্তমানে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement