Onion

সহায়ক মূল্যে পেঁয়াজ বিক্রি করুক রাজ্য সরকার, দাবি তুললেন ভাতারের বাসিন্দারা

ভাতার কৃষক বাজারে কিছু দিন আগেও পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কেজি। কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৭:৫৩
Share:

নিজস্ব চিত্র।

ঝাঁঝে নয় পেঁয়াজের দামে চোখে জল আসছে ক্রেতাদের। তাই পেঁয়াজও সরকারি সহায়ক মূল্যে বিক্রির দাবি তুললেন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা আবুল কালাম বলেন, “আলুর যেমন সহায়ক মূল্যে দেওয়া হচ্ছে, পেঁয়াজেও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করুক সরকার।”

Advertisement

ভাতার কৃষক বাজারে কিছু দিন আগেও পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কেজি। কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা নতুন পেঁয়াজ বাজারে আসতে দেরি হলে দাম আরও বাড়বে।

ভাতারের কৃষক বাজারে আলু, পেঁয়াজের দাম বেশি হলেও অন্যান্য সবজির দাম তুলনায় বেশ কম। ক্রেতারা জানান, ভাতারের কৃষক বাজারে সহায়ক মূল্যে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও দীর্ঘ লাইনের কারণে সময় মতো বাজার করে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। রায়নার বাসিন্দা অমল দে বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের স্বাভাবিক জীবন ধারণের পথে বাধা সৃষ্টি করছে।বিশেষত দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আলু এবং পেঁয়াজ কিনতে মানুষকে এখন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।” নতুন আলু না উঠলে আলুর দাম কমার কোনও আশ্বাস দিতে পারছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ী মুজিবর মল্লিক বলেন, “আলুসিদ্ধ-ভাত খাওয়াও এখন বিলাসিতায় পরিণত হয়েছে।”

Advertisement

লাগাতার আলু ,পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্তের। কবে আলু, পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসবে সেই আশায় এখন দিন গুনছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement