রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ আসানসোলে

অস্ত্রোপচারের পরে রোগীর সঙ্গে কথাও হয়েছিল পরিবারের। কিন্তু রাত কাটতে না কাটতেই ফোন আসে নার্সিংহোম থেকে। জানানো হয়, মৃত্যু হয়েছে ওই মহিলার। সুনীতা শ্রীবাস্তব (৪৫) নামে ওই মহিলার মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন আসানসোলের একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০২:০৮
Share:

অস্ত্রোপচারের পরে রোগীর সঙ্গে কথাও হয়েছিল পরিবারের। কিন্তু রাত কাটতে না কাটতেই ফোন আসে নার্সিংহোম থেকে। জানানো হয়, মৃত্যু হয়েছে ওই মহিলার। সুনীতা শ্রীবাস্তব (৪৫) নামে ওই মহিলার মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন আসানসোলের একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন।

Advertisement

মৃতের পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়েছে, সুনীতাদেবীর গলব্লাডারে পাথর ছিল। তা অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে তাঁকে আসানসোলের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই দিন দুপুরে সুনীতাদেবীর অস্ত্রোপচার করা হয়। মৃতের দাদা সঞ্জয়বাবুর দাবি, ‘‘চিকিৎসক আমাদের জানান, অস্ত্রোপচার সফল হয়েছে।’’ রাত ন’টা নাগাদ সুনীতাদেবীর জ্ঞান ফেরে। পরিবারের লোকেদের দাবি, তার পরে সুনীতাদেবীর সঙ্গে কথাও হয় তাঁদের। সঞ্জয়বাবু জানান, বোন সুস্থ আছে দেখে তাঁরা সকলেই রাতে বাড়ি ফেরেন।

মঙ্গলবার ভোরে নার্সিংহোমে আসার তোড়জোড় করছিলেন পরিবারের লোকজন। বাড়ির সদস্যরা জানান, সেই সময়ে নার্সিংহোম থেকে বাড়িতে ফোন করে বলা হয়, ‘সুনীতাদেবী মারা গিয়েছেন’। এ খবর শুনে মৃতার পরিজনেরা চলে আসেন নার্সিংহোমে। নার্সিংহোমে গিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, রাতে কী এমন ঘটল যাতে রোগীর মৃত্যু হয়েছে। এর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। সঞ্জয়বাবুর অভিযোগ, ‘‘আমরা বারবার জানতে চেয়েছি কখন, কী ভাবে মৃত্যু হয়েছে। কিন্তু নার্সিংহোমের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। আমরা নিশ্চিত চিকিৎসায় গাফিলতির কারণেই রোগী-মৃত্যু হয়েছে।’’

Advertisement

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ। রোগীর পরিজনদের বুঝিয়ে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। দেওয়া হয় উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও। মৃতার পরিবারের তরফে ফাঁড়িতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানানো হয়।

যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। আসানসোল শহরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠায় নড়েচড়ে বসে প্রশাসনও। অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) কস্তুরী বিশ্বাস পুরো বিষয়টি শোনার পরে বলেন, ‘‘আমার কাছে অভিযোগ এলে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।’’ তিনি আরও জানান, জেলা প্রশাসন নার্সিংহোমগুলির কাজকর্ম আরও গুরুত্ব দিয়ে দেখবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদারও বলেন, ‘‘এখনও কোনও অভিযোগ মেলেনি। তবে অভিযোগ এলে অবশ্যই তদন্ত করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement