বন্ধ ট্রেন পরিষেবা। কাটোয়া স্টেশন। —নিজস্ব চিত্র।
লকডাউনের পর করোনার বিধিনিষেধ মেনে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে বিভিন্ন শাখায় ট্রেন চলাচল শুরু হলেও এখনও পর্যন্ত বন্ধ রয়েছে কাটোয়া-আমোদপুর-নিমতিতা শাখার ট্রেন। ফলে, সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। সমস্যায় হকার থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও।
কাটোয়ার স্টেশন ম্যানেজার অরূপকুমার সরকার বলেন, ‘‘ট্রেনের রেক (কোচ)-এর সমস্যার জন্যই কাটোয়া-আহমেদপুর শাখায় ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না ।’’ তবে আশার কথাও শুনিয়েছেন তিনি। বলেন, “কিছুদিনের মধ্যেই ফের চালু হবে কাটোয়া-আহমেদপুর শাখায় ট্রেন চলাচল।’’
কাটোয়া স্টেশন থেকে আজিমগঞ্জ, হাওড়া, ব্যান্ডেল ও বর্ধমান শাখায় করোনাবিধি মেনে চালু হয়েছে ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে কাটোয়া-আহমেদপুর শাখার ট্রেন চলাচল। সারাদিনে একটি ট্রেন দু’বার চলাচল করে এই শাখায়। কিন্তু, কয়েক মাস পেরিয়ে গেলেও কাটোয়া-আহমেদপুর শাখায় ট্রেন এখনও চালু হয়নি। ফলে ঘুরপথে গন্তব্যে যেতে হয়রানি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। নিত্যযাত্রী তমাল রায় বলেন, ‘‘চরম সমস্যায় পড়তে হচ্ছে। সময় নষ্ট হচ্ছে, আবার প্রতিদিন অতিরিক্ত টাকাও খরচ হচ্ছে।’’