কারখানা তৈরির বিষয়ে আলোচনার জন্য বহিরাগতদের নিয়ে জনশুনানি করার অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার জামুড়িয়ার ব্লক কার্যালয়ের অধিবেশন কক্ষের ঘটনা।
প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার ধসল গ্রাম লাগোয়া এলাকায় কারখানা তৈরির জন্য দুপুর তিনটে নাগাদ উপস্থিত হন এডিএম (উন্নয়ন) প্রণব বিশ্বাস, বিডিও অনুপম চক্রবর্তী ও জামুড়িয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা মণ্ডল। জনশুনানির শুরু হয়েছে, খবর পেয়ে অধিবেশন কক্ষে চলে আসেন ধসল ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের শ’দুয়েক বাসিন্দা। সূত্রের খবর, জনশুনানি শুরু হওয়ার খানিক বাদেই কয়েক জন বলেন, ‘‘বহিরাগতদের ডেকে আলোচনা হচ্ছে। নির্মীয়মান কারখানা দূষণ প্রতিরোধ যন্ত্র ব্যবহার না করলে ক্ষতিগ্রস্ত হবে ধসল, বাহাদুরপুর, চাকদোলা, জামশোলের মতো গ্রামগুলি। এই গ্রামগুলিরই কাউকে আলোচনার জন্য ডাকা হয়নি।’’
চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া, সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি-সহ বেশ কয়েকটি দাবি করেন বাসিন্দারা। শেষমেশ অবশ্য ‘বহিরাগতরা’ সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। বাসিন্দারা জানান, কারখানা কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এ দিন বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে বিডিও অনুপমবাবু যদিও দাবি করেন, ‘‘সুষ্ঠু ভাবেই সব কিছু হয়েছে। কোনও গোলমাল, আমার অন্তত নজরে পড়েনি।