Pandaveswar

‘অতিরিক্ত’ বালি নিয়ে চলছে ট্রাক, পথে বিপদ পাণ্ডবেশ্বরে

‘ওভারলোড’ করা বালি ও কয়লাবোঝাই ডাম্পার, ট্রাক চলাচলের জেরে রাস্তা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ বিস্তীর্ণ এলাকার মানুষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাণ্ডবেশ্বর শেষ আপডেট: ২৮ জুন ২০২০ ০৩:৩৯
Share:

এ পথেই যাতায়াত। নিজস্ব চিত্র

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ডালুরবাঁধ মোড় থেকে কেন্দ্রা ছাতাধাওড়া যাওয়ার রাস্তাটি প্রায় ছয় কিলোমিটার। সংযোগ করেছে ৬০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে। কিন্তু ‘ওভারলোড’ করা বালি ও কয়লাবোঝাই ডাম্পার, ট্রাক চলাচলের জেরে তা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ বিস্তীর্ণ এলাকার মানুষের। তাঁরা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এই রাস্তা ব্যবহার করেন শ্যামলা পঞ্চায়েতের ছত্রিশগন্ডা, শ্যামলা গ্রাম, শ্যামলা কোলিয়ারি এলাকা ও কেন্দ্রা পঞ্চায়েতের রামনগর-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস, ভূমি ও ভূমি সংস্কার দফতর, বাজার সবই পাণ্ডবেশ্বরে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে এই পথই মূল ভরসা।

পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবক তরুণ পাল, রবিন পালরা দাবি করেন, প্রায় দু’বছরের বেশি সময় ধরে এই রাস্তা বেহাল। সব থেকে খারাপ অবস্থা কেন্দ্রা ছাতাধাওড়া থেকে নৈশ বিদ্যালয় ও আট নম্বর রেল গেট থেকে ডিভিসি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ। তাঁরা বলেন, ‘‘পিচের আস্তরণ উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে। অল্প বৃষ্টিতেই কাদায় ভরে যায়। হেঁটে ও মোটরবাইক নিয়ে যাওয়াও বিপজ্জনক হয়ে উঠেছে।’’

Advertisement

কেন্দ্রা গ্রামের ধর্মরাজ পাল পাণ্ডবেশ্বর মূল ডাকঘরের কর্মী। তিনি মোটরবাইকে করে যাতায়াত করেন। রাস্তা খানাখন্দে ভরে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁর। বাসিন্দাদের অভিযোগ, বৈধ কিংবা অবৈধ ‘ওভারলোড’ করা বালি ও কয়লাবোঝাই ট্রাক, ডাম্পার চলাচলের জন্যই রাস্তা সংস্কার করা হলেও অল্পদিনের মধ্যেই তা ফের বেহাল হয়ে যাচ্ছে।

ডালুরবাঁধ মোড় থেকে কেন্দ্রা ছাতাধাওড়া যাওয়ার রাস্তাটি ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার কয়েকটি কোলিয়ারির কর্মীদের যাতায়াতের অন্যতম পথও। কেন্দ্রা পঞ্চায়েত এলাকার বাসিন্দা খনিকর্মী সত্তার আনসারি, স্থানীয় বাসিন্দা অবিনাশ সিংহ, সাহাবুদ্দিন আনসারিরা জানান, সম্প্রতি তাঁরা বিডিও (পাণ্ডবেশ্বর) ও কেন্দ্রা পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তা সংস্কারের আবেদেন জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

রাস্তা বেহালের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত শ্যামলা পঞ্চায়েতের উপপ্রধান তরুণ গোড়ি ও কেন্দ্রার প্রধান আল্পনা সূত্রধর। তাঁরা বলেন, ‘‘রাস্তাটি মরণফাঁদ হয়ে উঠছে। রাস্তা সংস্কারের প্রস্তাব একাধিক বার বিডিও-র কাছে জানানো হয়েছে।’’

বিডিও (পাণ্ডবেশ্বর) কৌশিক সমাদ্দার জানান, রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত। এর উপর দিয়ে দশ টন পর্যন্ত মালবাহী গাড়ি যেতে পারে। কিন্তু ইসিএলের চল্লিশ টন কয়লা, অতিরিক্ত বালি বোঝাই গাড়ি চলাচলের জন্য রাস্তার বেহাল হয়ে গিয়েছে বলে অভিযোগ বিডিও-র। তিনি বলেন, ‘‘ইসিএল যদি রাস্তাটি ব্যবহার করে তা হলে সংস্কারের স্থায়ী দায়িত্ব তাদের নিতে আবেদন জানিয়েছি। জেলা পরিষদও রাস্তার সংস্কার নিয়ে পরিকল্পনা নিচ্ছে।’’

অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ইসিএলের আধিকারিকেরা। তবে সংস্থার সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement